Club activity
যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্যে সম্প্রতি ইস্পাহানিতে প্রতিষ্ঠা করা হয় আর্ট ক্লাব ও মিউজিক ক্লাব।প্রথম দিকে উদ্যোগ টি আমাদের অনেক ফলপ্রসূ মনে হলেও এখন মনে হচ্ছে অনর্থক ।কেননা , প্রথম দিকে অনেক ঘটা করে কার্যক্রম শুরু করলেও, এখন তার কিছুই চোখে পড়ছে না।
আপনারা সবাই ই জানেন যে , মিউজিক ক্লাব প্রতিষ্ঠা করার আগ থেকেই ইস্পাহানিতে ক্লাসিকাল মিউজিক আর ডান্স শেখানো হতো।মিউজিক ক্লাব প্রতিষ্ঠা করার পর মডার্ন মিউজিকে আগ্রহী ছাত্রদের মধ্যে একটা আনন্দের অনুভূতি দেখা দিয়েছিল যে এখন ইস্পাহানির ছাত্রদের ই একটা ব্যান্ড থাকবে।কিন্তু কিছুই আসলে বদলায়নি। ক্লাসিকাল মিউজিক ই রয়ে গেছে।পার্থক্য টা হচ্ছে এখন তা হচ্ছে মিউজিক ক্লাবের নামে।
ইস্পাহানির ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে বিতর্ক ক্লাব।যদিও তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং সাফল্য ও আসছে তবুও বিতর্ক ক্লাবের মানসম্মত সদস্য হাতেগোণা।এজন্য প্রায় সময় ই বিপদে পরতে হয়।এই যেমন গত মাসে অনুষ্ঠিত আন্ত: ক্যান্টনমেন্ট পাবলিক বিতর্ক প্রতিযোগিতার কিছুদিন আগে স্কুল টিমের দলনেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করলে পুরোদল চাপে পরে যায়।কেননা আমাদের পাইপলাইন দুর্বল।বিতর্ক ক্লাবের উচিত সাপ্তাহিক ক্লাসের ব্যবস্থা করা এবং প্রতিমাসে অন্তত একবার আন্তহাউজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা। এতে করে অনেক প্রতিভা বের হয়ে আসবে এবং দলের সদস্যদের মধ্যে প্রতিযোগিতা মূলক মনোভাব সৃষ্টি হবে।
বছরের প্রথমদিকে প্রতিষ্ঠান আত্মরক্ষা মূলক মার্শাল আর্ট তায়কোয়ান্ডো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।এজন্য আগ্রহী শিক্ষার্থীদের 1500/- টাকার বিনিময়ে মার্শাল আর্টের পোশাক কেনতে বাধ্য করা হয়। এবং মাসিক ফি বাবদ 200/- এবং রেজিস্ট্রেশন ফি বাবদ আরো 100/- টাকা নেয়া হয়।প্রথম 15 দিন ঠিকঠাক মতো প্রশিক্ষণ হলেও তা এখন ইতিহাস । গত চারমাসে একদিন ও প্রশিক্ষণ হয়নি।
প্রতিষ্ঠানের চারু ও কারুকলা শিক্ষক জনাব মোহাম্মদ শাহিন স্যারকে আর্ট ক্লাবের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞাসা করার পর তার কাছ থেকে কোন উত্তর আমরা পাইনি।এটি মোটেও কাম্য ছিলোনা
মাস দুয়েক আগে প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ Nasiruddin Ekram কে দুটো ক্লাবের প্রস্তাবনা দিয়েছিলাম আমরা।
উনার কাছ থেকে হ্যাঁ কিংবা না কোন উত্তর ই আমরা এখন পর্যন্ত পাইনি এবং উনি সম্ভবতঃ উত্তর দিবেননা বলেই ঠিক করেছেন।
উনার কাছ থেকে হ্যাঁ কিংবা না কোন উত্তর ই আমরা এখন পর্যন্ত পাইনি এবং উনি সম্ভবতঃ উত্তর দিবেননা বলেই ঠিক করেছেন।
স্যার আপনি আমাদের এড়িয়ে চলতে পারেন, কিন্ত প্রতিষ্ঠানের উন্নতিকে তো এড়িয়ে চলতে পারেন না।তাই আমাদের অনুরোধ থাকবে এই ক্লাবগুলোকে সক্রিয় রাখতে যে পদক্ষেপ প্রয়োজন তাই গ্রহণ করুন।যেকোন প্রয়োজনে আমাদের পাশে পাবেন।
No comments