CONCERN ABOUT QUALITY OVER QUANTITY

ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, এক সময় সব ক্যান্টঃ পাবলিক কলেজ দাপটে বেড়ানো এক শিক্ষা প্রতিষ্ঠান! কিন্তু সময়ের স্রোতে শিক্ষার সেই বেগ আর নেই!
শিক্ষকদের আপ্রাণ চেষ্টার ফলেও হচ্ছে না চমক লাগানো ফলাফল! কাঠামোগত সমস্যাতেও ভোগছে ইস্পাহানী! সমস্যাগুলো দানা বাঁধতে শুরু করে ভর্তি কার্যক্রম শুরুর থেকেই!
-কলেজ জীবনে সবাইকেই দেখা যায় ঢাকামুখী হতে! সবাই চাই যেন একটা ভালো কলেজ থেকে পাস করে যেতে! ইস্পাহানীতে স্কুল লেভেলের স্টুডেন্টরাও তেমনি ঢাকামুখী। ১০ বছরেও তাদের মনে জায়গা করতে পারে না তাদের কলেজ। ফলে খালি হয় কলেজের অসংখ্য সিট! সেই সিট পূরণ হয় অন্যান্য স্কুল থেকে আসা শিক্ষার্থী দ্বারা।কিন্তু কতটুকু যোগ্য তারা? এমন অনেক এইচএসসি-২০১৯ ব্যাচ এর শিক্ষার্থীদের চিনি যারা নিজের রোলের জায়গাতেও এসএসসি পরীক্ষা কেন্দ্রে পাশের ইস্পাহানীর স্টুডেন্ট এর লিখে ফেলেছিলো।পরে কেন্দ্র পরীক্ষক এর কাছে সেটা ধরা পড়লে তিনি ঠিক করতে বলেন। (আমি তাদের অসম্মান করছি না!) আঁটি বেধে স্টুডেন্ট নিয়ে কি লাভ যদি তার মধ্যে ভালো মানের স্টুডেন্ট না থাকে?
আমি কর্তৃপক্ষের থেকে বেশি বুঝি না।কিন্তু আমার মতামত এই যে, "প্লিজ,একটার পর একটা সেকশন না বাড়িয়ে যোগ্যতা যাচাই করে স্টুডেন্ট ভর্তি করেন"। তাহলে আর ইস্পাহানীতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা পালিয়ে ঢাকামুখী হবে না। আপনি যদি নূন্যতম যোগ্য স্টুডেন্ট ই না নেন তাহলে দুই বছরে কি শেখাবেন? 
বেতন তো বাড়ছেই। সে তুলনায় শিক্ষার মান ফোর অন টেন! TRUST ME IT'S EVEN WORSE!
"PLEASE CONCERN ABOUT QUALITY OVER QUANTITY "

No comments

Powered by Blogger.