আমি তো এক্স!




আজ থেকে শুরু হলো ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজকের দিন শেষে ফলাফল নজরুল হাউস ৫৭, ফজলুল হাউস ৫৫ আর কুদরত ই খুদা হাউস ৩৫ পয়েন্ট। তবে আজকে আমার এসব কথা বলার জন্য এখানে আসা নয়। আজ ইস্পাহানী এই জেলার অন্যতম নাম করা শিক্ষা (ব্যবসা!) প্রতিষ্ঠান। এই অবস্থানে আসতে সকল শিক্ষার্থীকেই অক্লান্ত পরিশ্রম করতে হয়। আজ যেই সকল এক্স-ইস্পাহানীয়ানের কারনে ইস্পাহানী এই অবস্থানে এসেছে তাদেরকেই মূল্যায়ন করা হয় না। একটু খোলাসা করেই বলি। গত তিপ্পান্ন বছরের মাঝে এইবারই কিছু অদ্ভুত নিয়ম লক্ষ্য করা গেছে। যেমন প্রতিবারের মতো এবারো শিক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষেধ ছিল। কিন্তু এবারই প্রথম অভিভাবকদেরও মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নি। তাদের মোবাইলও জমা রাখা হয়েছে। অত্যন্ত বাজে সিদ্ধান্ত। আর এক্স ইস্পাহানীয়ান, তাদের কথা আর কি বলব। তাদেরও প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। কেন স্যার? দুদিন আগেও তো তারা আপনার প্রতিষ্ঠানের জন্য পুরষ্কার আনতো। আর আজকে আপনি তাদেরকে দূরে ঠেলে দিলেন? তারা তো আমাদের প্রতিষ্ঠানের প্রাণ। তারা তো এই প্রতিষ্ঠানের আইকন ছিল। এবার আসি খেলাধুলা নিয়ে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এবারের স্পোর্টসে খেলোয়াড় নির্বাচনে অনেক দুর্নীতি হয়েছে। আপাতত তাদের সম্মানের কথা ভেবে আমরা এই সকল দুর্নীতিবাজদের নাম প্রকাশ করছি না। ইস্পাহানীকে অরাজনৈতিক প্রতিষ্ঠান দাবি করা হয় অথচ এবারের ডিসপ্লে তে একটা রাজনৈতিক গান রাখা হয়েছে। কেন স্যার?? আজ আপনি কাদের কে গলা ধাক্কা দিয়েছেন জানেন? যেই ছেলেমেয়ে গুলা দিন রাত এই পিছনের মাঠটাতে পরে থাকতো এই জানুয়ারি মাসটাতে। আজ তারা তাদের হাওস টাকে দেখতে দিলেন না। অথচ গত বছরও তাদেরকে দিয়েই এই স্পোর্টস চালানো হয়েছিল। যেই শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়, নিজ নিজ কর্মস্থলে এই ইস্পাহানী কে Represent করেছে, We were Ispahanian, We are born to lead বলে নিজেদের পরিচয় দেয় তাদের এভাবে অপমান করতে আপনার একটুও গায়ে বাধলো না?? আজ আপনারা প্রমাণ করে দিলেন যে টাকার কারনে আপনারা আপনাদের সন্তানকেও ভুলে যেতে পারেন। স্যার, শুধু চকচক করলেই সোনা হয় না। এই পার্টি সেই পার্টি দিয়ে সোশ্যাল জগতেই ফেমাস হওয়া যায় ইস্পাহানীর আয়রন ম্যান উপাধি পাওয়া যায়, বাস্তবে নয়। Wake Up Sir... অনেক সহ্য করেছি। এবার আমরা বেফাঁস কথা ফাস করতে বাধ্য হবো। আমরা ইস্পাহানীকে ভালোবাসি। অথচ আজ আমাদের এক্স ইস্পাহানীয়ান ভাইদের প্রবেশ করার অনুমতি দিলেন না। আমরা সত্যি লজ্জিত। বেশী কিছু আর বললাম না, খালি স্বৈরাচারী মনোভাব ত্যাগ করুন। নইলে আপনার জনপ্রিয়তা কোথায় যাবে খুঁজেও পাবেন না । আশা করি স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে আপনার ধারণা আছে।
.
.
বি. দ্রঃ এটা আমার ব্যক্তিগত মতামত না। অনেকেই আজকে এই অভিমত প্রকাশ করেছে। অন্যায় হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

No comments

Powered by Blogger.