শিক্ষা প্রতিষ্ঠান নাকি ব্যবসা প্রতিষ্ঠান!!

এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে আগামী 7 নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হতে যাচ্ছে। তো এই উপলক্ষ্যে দেশজুড়ে সব নামকরা প্রতিষ্ঠানে শুরু হবে ব্যবসা কিংবা একটু বাজেভাবে বললে মানি লন্ডারিং।
.
ফরম পূরণে সরকার নির্ধারিত ফি নিচে উল্লেখ করা হলো:
বিজ্ঞান বিভাগ : 1770 টাকা
ব্যবসায় শিক্ষা : 1650 টাকা
মানবিক : 1650 টাকা
.
আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে যদিও এমনকিছু আশা করছি না, তবুও নির্ভরযোগ্য সূত্র বলছে ইস্পাহানিরও বেশ ভালো ব্যবসা হবে এই মৌসুমে।
.
এরই মধ্যে গুজব শোনা যাচ্ছে ইস্পাহানি কর্তৃপক্ষের ফরম পূরণে ধার্য করা ফি হচ্ছে 2,700 টাকা।
তার সাথে যুক্ত হবে আরো 3,500 টাকা যাকে সেশন চার্জ নামে অভিহিত করা হচ্ছে । পাশাপাশি যুক্ত হবে মার্চ মাস পর্যন্ত বেতন এবং বিবিধ ফি।
.
প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার আগে একজন সিভিলিয়ান এর খরচ দাঁড়াবে নিম্নরূপঃ
বেতন (ডিসেম্বর-মার্চ) = 2,530×4= 10,120 টাকা
কোচিং ফি (নভেম্বর-জানুয়ারি) = 1,500×3= 4,500 টাকা 
ফরম ফিলাপ = 2,700 টাকা
সেশন চার্জ = 3,500 টাকা
-------------------------
সর্বমোটঃ 20,820 টাকা

বকেয়া, বিল্ডিং ফি ও অন্যান্য ফি বাদ দিলেও এটি প্রায় 20,000 ক্রস করে। যদি সত্যিই এমন কিছু করা হয়ে থাকে তবে একে চুরি বলা কম হয়ে যাবে,এটা হয়ে যাবে দিনে দুপুরে ডাকাতির সম পর্যায়ের।



তবুও যদি প্রতিষ্ঠান প্রধান মনে করেন এই ফি গ্রহণ করবেন এবং স্কুল টাইমে কোচিং করিয়ে কোচিং ফি এর পাশাপাশি স্কুল ফি ও নেবেন,তবে নিন।কিন্তু গ্রহণকৃত অর্থের পরিমাণ উল্লেখ করে রশিদ প্রদান করুন। বাকিটা আমরা দেখছি।  
.
আর অভিভাবকদের বলবো সরকার নির্ধারিত ফি থেকে এক টাকাও যদি বেশি গ্রহণ করা হয়ে থাকে তবে মোবাইল তুলে নিয়ে 106 ডায়াল করুন আর প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন। বাকি কাজ দুর্নীতি দমন কমিশনের।
.
কিছুদিন পূর্বেই আমাদের প্রতিষ্ঠানে এস.এস.সি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় সর্বমোট 305 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 293 জন পরীক্ষার্থী কৃতকার্য হয় যারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে । শুভ কামনা রইল তাদের জন্য... 

No comments

Powered by Blogger.