আমাদের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হোন।


সমালোচনা
```````````````
সমালোচনা দুই ধরণের─
১) গঠনমূলক সমালোচনা (Constructive Criticism)
২) ধ্বংসাত্বক সমালোচনা (Destructive Criticism)
.
সমালোচনা খুব জঘন্য একটা জিনিস। তাই না? হ্যা সমালোচনা খারাপ তখনই যখন সেই সমালোচনায় কোন সমাধান থাকে না, কোন কাজের জিনিস থাকে না। শুধুমাত্র প্রতিপক্ষকে হেয় করা হয়। এ ধরণের সমালোচনাকে ধংসাত্মক সমালোচনা বা Destructive Criticism বলে।
.
আরেকটা সমালোচনা, যেটা একটা কাজকে আরো সুন্দর করে। কোথায় ভুল ত্রুটিগুলো আছে, তা খুঁজে বের করে সমাধান করার কথা বলা হয়। এ ধরণের সমালোচনাকে গঠনমূলক সমালোচনা বা Constructive Criticism। এ ধরণের সমালোচনায়, অবশ্যই সমালোচককে হতে হয় তীক্ষ্ণ। অনেক ভেবে গঠনমূলক সমালোচনা করতে হয়।
.
এক জন ব্যক্তি কিংবা একটা গোষ্ঠি কখনও শতভাগ পরিপূর্ণ হতে পারে না। আশা করি সবাই এ কথা মানেন। তাহলে গঠনমূলক সমালোচনা প্রত্যেক গোষ্ঠি বা ব্যাক্তির জন্য অপরিহার্য। কারণ এ ধরণের সমালোচনায় ব্যক্তি নিজের ভুল ত্রুটি ধরতে পারে। মাঝে মাঝে সমালোচনার মধ্য দিয়ে ভুল সংশোধনের উপায়ও বেড়িয়ে আসে। সমালোচনার মাধ্যমে সমালোচক প্রতিপক্ষের অগ্রগতি প্রত্যাশা করেন।
.
আমাদের এ পেজের প্রায় ৪ বছর হয়ে গেছে। বিভিন্ন সময় ইস্পাহানীর বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বিভিন্ন আইডিয়া শেয়ার করেছি। আমরা বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছি ঠিকই, কিন্তু তা ছিল গঠনমূলক সমালোচনা। আমাদের সমালোচনার মধ্যে রোস্টিং প্রবণতা ছিল না। আমরা প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য আইডিয়া দিয়ে গেছি। আমরা ত্রুটি পূর্ণ জায়গা গুলো কর্তৃপক্ষের সামনে আনার চেষ্টা করেছি। 
.
যারা আমাদের পোস্ট নিয়মিত পড়েন তারা নিশ্চই বুঝে গেছেন আমাদের পোস্ট গুলি হয় ইঙ্গিতপূর্ণ। তাই কেউ কেউ আমাদের পোস্টের ভাবার্থ না বুঝেই অথবা পোস্ট পুরো না পড়েই, মাঝে মাঝে উলটা পালটা মন্তব্য করে বসেন। সত্যি এটা দুঃখ জনক। 
.
ইস্পাহানীর ৭ম-১২শ পর্যন্ত প্রায় ৬২ জন স্পাই(শিক্ষার্থী) বর্তমানে আমাদের হয়ে কাজ করছে। যারা প্রতিদিন আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছে। প্রচুর শিক্ষার্থী অভিযোগের জন্য আমাদের পেজকে একটা প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছে। আমরা তাদের অভিযোগ গুলোর মধ্যে শুধুমাত্র যৌক্তিক অভিযোগ গুলোকেই পোস্ট করছি। যৌক্তিক না হলে আমরা তাদের বুঝিয়ে বলে দিয়েছি(কেন যৌক্তিক নয়)।
.
আমরা সবসময়ই ইস্পাহানীর মঙ্গল কামনা করেছি। ইস্পাহানীর কোথায় গোলযোগ হচ্ছে, তা খুঁজে বের করে সবার সামনে এনেছি। এ ক্ষেত্রে আমরা কোন প্রকার বাধা বিপত্তিকে পরোয়া করিনি। ভবিষ্যতেও করব না।
.
এবার, কেউ যদি আমাদের ইতিবাচক ভাবে না নেন, তাহলে আমাদের আর কিছুল করার নেই। এটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার।
.
সবশেষে বলব, আমাদের সাথে থাকুন। অধ্যক্ষ স্যার সহ শিক্ষকদের বলব, আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। Spies Of IPSC ইস্পাহানীর সবচেয়ে বড় স্পাই এজেন্সি। তাই অধ্যক্ষ স্যার সহ শিক্ষকদের বলব, আপনাদেরও যদি কোন তথ্য জানার প্রয়োজন পরে তাহলে, আমাদের নির্দ্বিধায় জানাতে পারেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। 
________
ধন্যবাদ। 

No comments

Powered by Blogger.